Gopalpur Chakgouri High School
গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়গোপাল্পুর চকগৌরী উচ্চ বিদ্যালয়টি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন দামনাশ টু দেলুয়াবাড়ী সড়কের পাশে চকগৌরী বাজারে অবস্থিত।প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে এলাকার কিছু স্বনামধন্য ও শিক্ষানুরাগী ব্যাক্তিগণের সার্বিক তত্বাবধানে প্রতিষ্ঠা লাভ করে।বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল হতে এখন পর্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছে।বিদ্যালয়টিতে প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি সার্বিক মান উন্নয়নের জন্য ওয়েবসাইট ও ম্যানেজমেন্ট সফটওয়ার সহ নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং আমাদের অভীজ্ঞ শিক্ষকমন্ডলী তাদের দক্ষতার সাথে সেগুলো পরিচালনা করে থাকে।সর্বোপরি বিদ্যালয়টির সার্বিক ফলাফল খুব ভাল।
অদ্য ০১/০১/২০২১ তারিখ সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দেওয়া বই, বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এস,এম,সি'র সম্মানিত সভাপতি সাহেব, সদস্য বৃন্দ, শিক্ষক ও কর্মচারী বৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। সরকারের এই পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।
আরও জানতেমিঃ বাবু মহান বিজয় দিবস -২০২০ উপলক্ষে গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
আরও জানতেঅদ্য ০৭/১০/২০২০ তারিখ প্রধান শিক্ষক এর পরামর্শে গ্রামে গ্রামে ছাত্র-ছাত্রীদের সাথে পড়া লেখা বিষয়ে মত বিনিময়ের কিছু সময়।
আরও জানতেঅদ্য ০৭ অক্টোবর ২০২০ তারিখ, সকল সহকর্মীদের নিয়ে শিক্ষার্থীদের পড়া-লেখার বিষয়ে মতবিনিময় করা হয়। আমার সকল সহকর্মী বৃন্দ মতামত দেন শিক্ষার্থীদের বাসায় খোঁজখবর নেওয়ার বিষয়টি আরো জোরদার করতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি।
আরও জানতেআগামী ২৯/১২/২০২২ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় গোপাল্পুর চকগৌরী উচ্চ বিদ্যালয়, মান্দা, নওগাঁ এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।ফলাফল ঘষোনার পরে নিজ নিজ নম্বর পত্র প্রতিষ্ঠানের অফিস থেকে সংগ্রহের নির্দেশ দেয়া হল।-----নির্দেশ ক্রমে, প্রধান শিক্ষক,গোপাল্পুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের ,মান্দা, নওগাঁ ।
আরও জানতেআগামী ২১/০৯/২০২২ ইং রোজ বুধবার আখেরী চাহার সোম্বা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকিবে এবং ২২/০৯/২০২২ ইং রোজ বৃহস্পতিবার হইতে যথারীতি ক্লাস শুরু হবে।প্রধান শিক্ষক।
আরও জানতেআগামী ০৯/০৮/২০২২ ইং রোজ মঙ্গলবার পবিত্র মহোরম উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকিবে এবং ১০/০৮/২০২২ ইং রোজ বুধবার হইতে যথারীতি ক্লাস শুরু হবে।
আরও জানতেআগামী ১২/০৪/২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার বৈসাবি উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে এবং ১৩/০৪/২০২২ ইং তারিখ হতে বিদ্যালয় পূর্বের ন্যায় যথারীতি চালু থাকবে।
আরও জানতেCopyright © 2024 - Application Contents' Right Reserved and Powered By CloudIcon InfoTech