Gopalpur Chakgouri High School

গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়
থানাঃ মান্দাজেলাঃ নওগাঁ
স্থাপিতঃ 1995EIIN: 123246

প্রধান শিক্ষক-এর বাণী



মোঃ মহসিন আলী আহম্মেদ

প্রধান শিক্ষক

শিক্ষায় শক্তি, শিক্ষায় আলো, শিক্ষায় জাতির মেরুদন্ড , শিক্ষার জন্য, শিক্ষিত জাতির জন্য , দেশ ও জাতির কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসাবে যুগ যুগ ধরে স্বীকৃত এক সামাজিক প্রতিষ্ঠান হলো শিক্ষানিকেতন।প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ।প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ।সেই প্রকল্পেরই একটি অংশ হিসাবে ওয়েবসাইটের সূচনা করি।আমরা একটি আন্তর্জাতিক মানের ওয়েবসাইট চালু করি। যার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ও ছবি বিশ্বব্যপী ছড়িয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের ছাত্রী ও অভিভাবকবৃন্দ ঘরে বসেই পরীক্ষার রুটিন, ফলাফল, সিলেবাস, রিডিংচার্ট, হাজিরা, ভর্ত্তি ফরম পাবে।অবিভাবকরাও ঘরে বসে সন্তানের পরীক্ষার ফলাফল পাবে।বর্তমান বিশ্ব এখন জ্ঞান- বিজ্ঞানে এগিয়েছে অনেকটা ,আধুনিক তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারাই সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও ।তাই বর্তমান সরকারের ‘’ভিশন ২০২১”ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী ।আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে।তাই আমাদের ওয়েবসাইটটি সর্বত্র উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই ।এর ফলে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসস্পর্ক তৈরী হবে।এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্খী, মহৎপ্রান ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন এবং দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এটাই প্রত্যাশা করছি।



Copyright © 2024 - Application Contents' Right Reserved and Powered By CloudIcon InfoTech