Gopalpur Chakgouri High School
গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়টি নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন দামনাশ টু দেলুয়াবাড়ী সড়কের পাশে চকগৌরী বাজারে অবস্থিত।প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে এলাকার কিছু স্বনামধন্য ও শিক্ষানুরাগী ব্যাক্তিগণের সার্বিক তত্বাবধানে প্রতিষ্ঠা লাভ করে।বিদ্যালয়টি প্রতিষ্ঠা কাল হতে এখন পর্যন্ত সুনামের সাথে পাঠদান করে আসছে।বিদ্যালয়টিতে প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি সার্বিক মান উন্নয়নের জন্য ওয়েবসাইট ও ম্যানেজমেন্ট সফটওয়ার সহ নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়েছে এবং আমাদের অভীজ্ঞ শিক্ষকমন্ডলী তাদের দক্ষতার সাথে সেগুলো পরিচালনা করে থাকে।যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা আধুনিক ও যুগপোযুগী শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে যা তারা পরবর্তীতে ব্যক্তিক জীবনে প্রয়োগ ঘটিয়ে বর্তমান সরকারের “ভিশন ২০২১” ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করছে।এছাড়া বিদ্যালয়টিতে প্রতি বছোর বিভিন্ন দিবস ও কর্মসূচি যথাযথো মর্জাদার সাথে পালন করা সহ শিক্ষার্থীদের বিনোদন ও শরীরচর্চার জন্য সাংস্কৃতিক ও ক্রিড়া অনুষ্ঠান শিক্ষকমন্ডলীর সার্বিক তথ্যাবধানে পরিচালিত হয়ে থাকে।সর্বোপরি, বিদ্যালয়টির সার্বিক ফলাফল খুব ভাল।
Copyright © 2024 - Application Contents' Right Reserved and Powered By CloudIcon InfoTech